Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকদূতাবাস স্থানান্তরের বিতর্কিত পদক্ষেপ নিতে পারেন লিজ ট্রাস

দূতাবাস স্থানান্তরের বিতর্কিত পদক্ষেপ নিতে পারেন লিজ ট্রাস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস স্থানান্তরের ‘বিতর্কিত’ চিন্তা-ভাবনা করছেন তিনি। 

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার আলাদাভাবে ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে বৈঠকে বসেন লিজ ট্রাস।

এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিস একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লিজ ট্রাস ইয়ার লাপিদকে বলেছেন, তিনি দূতাবাস স্থানান্তরের ব্যাপারে চিন্তা-ভাবনা করছেন। 

লিজ ট্রাসের এ চিন্তা-ভাবনা অত্যন্ত বিতর্কিত।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করেন। 

এতে ফিলিস্তিনের জেরুজালেমে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে প্রায় ৫০ জন নিহত হন।

ফিলিস্তিন দাবি করে জেরুজালেম তাদের রাজধানী। অন্যদিকে ইসরাইল দাবি করে জেরুজালেম তাদের রাজধানী। কিন্তু আন্তর্জাতিকভাবে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হিসেবেই স্বীকৃত। 

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এরপর এটি অবৈধভাগে দখল করে রেখেছে তারা।

যদি ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে লিজ ট্রাসও জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেন তাহলে সেখানে আবার সংঘর্ষ বাঁধবে।

সূত্র: দ্য গার্ডিয়ান 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments