Friday, April 19, 2024
spot_img
Homeবিনোদনদশ বছর পর ইমনের সুরে আঁখি

দশ বছর পর ইমনের সুরে আঁখি

‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’- আঁখি আলমগীরের এই গানগুলো শোনেননি এমন শ্রোতা পাওয়া মুশকিল। গানগুলো সুর ও সংগীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার সংগীত পরিচালক শওকত আলী ইমন। এবার দীর্ঘ দশ বছর পর আঁখির জন্য গান তৈরি করলেন ইমন। গানের শিরোনাম ‘রাজকুমারী’। এর সুর ও সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন নিজেই। ইতোমধ্যেই বড় পরিসরে সেট ফেলে ২৫জানুয়ারি আরটিভির বেঙ্গল স্টৃডিও’র খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছে আঁখি আলমগীর নিজেই। তার সঙ্গে মডেল হয়েছেন একদল নৃত্যশিল্পী। মিউডিক ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

এ সম্পর্কে শওকত আলী ইমন বলেন, আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। রিদমিক ধাঁচের ও নাচের এই গানটি আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে।’আঁখি আলমগীর বলেন, এটি আমার খুব পছন্দের একটি গান। আমি যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো এমনটি গান বানিয়েছেন ইমন। এজন্য তাকে ধন্যবাদ। ভিডিওতে আমি নিজেই পারফর্ম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবে না। আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন নির্মাতা উজ্জল রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments