Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকতুরস্ক: বিচারমন্ত্রী পরিবর্তন করলেন এরদোগান

তুরস্ক: বিচারমন্ত্রী পরিবর্তন করলেন এরদোগান

নতুন বিচারমন্ত্রী নিয়োগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। একইসঙ্গে দেশের পরিসংখ্যান দপ্তরের প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে জানানো হয়েছে, তুরস্কের নতুন বিচারমন্ত্রী হিসেবে সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী বেকির বোজদাগকে নিয়োগ দিয়েছেন এরদোগান। এর আগে এই পদে ছিলেন আব্দুল হামিদ গুল। তিনি একইদিন সকাল বেলা পদত্যাগ করেন। অপরদিকে দেশটির পরিসংখ্যান দপ্তরের প্রধানের দায়িত্বে থাকা সইত এরদাল দিনসারকে সরিয়ে সেখানে নিয়োগ দেয়া হয়েছে এরহান চেতিনকায়াকে।
পদত্যাগের পূর্বে টুইটারে একটি বার্তা দিয়েছেন সাবেক বিচারমন্ত্রী গুল।তিনি বলেন, বিচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। ২০১৭ সালের ১৯শে জুলাই থেকে এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি আমি। আমার পদত্যাগ গ্রহণ করলে আমি কৃতজ্ঞ থাকবো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments