Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিতিন ক্লিকেই অনলাইন জিডি

তিন ক্লিকেই অনলাইন জিডি

বাড়িতে বসে জিডি করার জন্য চালু হয়েছে অনলাইন জিডি। প্রাথমিক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতায় বিভিন্ন থানা এলাকায় পরীক্ষামূলকভাবে অনলাইনে জিডি করা যাচ্ছে।

জিডির জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর, সচল মোবাইল ও আপনার লাইভ ছবি প্রয়োজন হবে।

অনলাইন জিডি করতে চাইলে প্রথমে অ্যাপ থেকে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য ’অনলাইন জিডি’ অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করুন।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন

প্রথম ধাপ

♦ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।

♦ জাতীয় পরিচয়পত্র নম্বর টাইপ করতে হবে।

♦ বর্তমান ঠিকানাটি লিখতে হবে

♦ তুলতে হবে লাইভ ছবি ।

♦ সচল মোবাইল (পরবর্তী সময়ে আপনার ইউজার নেম) ও ই-মেইল (যদি থাকে) এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে।

♦ আপনার পরিচয় নিশ্চিত করার জন্য এসএমএসের মাধ্যমে একটি কোড (ওটিপি) আপনার দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে।

♦ কোডটি (ওটিপি) যথাস্থানে সঠিকভাবে লিখতে হবে।

দ্বিতীয় ধাপ

অভিযোগের ধরন এবং আপনার কী হারিয়েছে অথবা কী খুঁজে পেয়েছেন তা নির্বাচন করতে হবে এবং কোন জেলায় ও কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করে ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী’ ধাপ বাটনে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ

♦ আপনার বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত লিখতে হবে।

♦ অভিযোগ সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো যুক্ত করুন। ‘সাবমিট’ বাটনে ক্লিক করে জমা দিতে হবে অথবা এডিট বাটনে ক্লিক করে ফরম পূরণে কোনো সমস্যা হলে তা সমাধান করতে হবে।

♦ আবেদন সম্পন্ন হলে পরবর্তী সময়ে লগইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে। লগইন পেজে ইউজারের ঘরে আপনার মোবাইল নম্বর এবং আগে প্রদানকৃত পাসওয়ার্ড দিয়ে লগইন-এ ক্লিক করতে হবে।

♦ চাইলে জিডির কপি ডাউনলোড করে সেটির সফট কপি অন্য কাউকে পাঠানোও যাবে।

♦ প্রতিবার ওয়েবসাইটে লগইন করে জিডির সর্বশেষ অবস্থা জানা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments