Friday, March 29, 2024
spot_img
Homeখেলাধুলাতাসকিন-রাহীর বলে প্রথম দিন বাংলাদেশের

তাসকিন-রাহীর বলে প্রথম দিন বাংলাদেশের

১লা জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। মূল লড়াইয়ের আগে স্বাগতিকদের সঙ্গে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে টাইগাররা। প্রথম দিনে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহীর তোপে কোণঠাসা নিউজিল্যান্ড একাদশের ব্যাটাররা।

প্রথম দিনে ২৭.৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭১ রান জড়ো করতে সমর্থ্য হয় নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গাননুইয়ের বে ওভালে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে ৯.২ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি শুরু হয়। খেলা বন্ধ হওয়ার আগে নিউজিল্যান্ডের টপ অর্ডারে ধস নামান রাহী-তাসকিন।

লুক জার্গেসনকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেন আবু জায়েদ রাহী। এক বলের ব্যবধানে ডেভন কনওয়েকেও সাজঘরে ফেরান এই পেসার। ক্রিজ ছাড়ার আগে ২ বলে নিউজিল্যান্ড একাদশ অধিনায়ক খুলতে পারেননি রানের খাতা।পরের ওভারে জেকব কামিংকে ফেরান তাসকিন। ৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

বৃষ্টি শেষে মধ্যাহ্ন বিরতির পর আবারও মাঠে গড়ায় ম্যাচ। এরপর জ্যাক বয়েল ও মিচ রেকউইকের ৩০ রানের জুটি ভাঙেন তাসকিন। ৪৭ বলে ২০ রান করে লিটনের হাতে ক্যাচ দেন বয়েল। ৩৮ রানে ৪ উইকেট হারায় কিউইরা। এরপর আবার শুরু হয় বৃষ্টি। ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬২ রান তখন নিউজিল্যান্ডের। বৃষ্টি থামার পর আরও ২ ওভার খেলা হয়েছে। প্রথম দিন শেষে ২৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭১ রান।

৮.৩ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ২৭ রান দিয়ে আবু জায়েদ রাহী নেন ৩ উইকেট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments