Tuesday, April 16, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAট্রাম্পের চিফ অব স্টাফ মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার পক্ষে ভোট

ট্রাম্পের চিফ অব স্টাফ মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার পক্ষে ভোট

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার দায়ে বিচারের মুখোমুখি করানোর পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে তার বিচারের পথ উন্মুক্ত হলো। এ বছর ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে নৃশংস দাঙ্গা চালায় ট্রাম্পভক্তরা। তাতে কমপক্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় কংগ্রেশনাল প্যানেল তদন্ত করছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করবেন না বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন মার্ক মিডো। এ কারণে তার বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার অভিযোগ আনা হয়েছে। এ প্রস্তাবে ভোট হয়েছে প্রতিনিধি পরিষদে।তবে আইনপ্রণেতারা দলীয় দৃষ্টিকোণ থেকে ভোট দিয়েছেন। প্রস্তাবের পক্ষে পড়েছে ২২২ ভোট। বিপক্ষে ২০৮ ভোট। এর মধ্য দিয়ে বিচারের যে পথ উন্মুক্ত হলো তাতে তিনি অভিযুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ ডলার জরিমানা করা হতে পারেন। মার্ক মিডোর বিষয়টি এখন স্থানান্তর করা হবে আইন মন্ত্রণালয়ে। তারাই সিদ্ধান্ত নেবে যে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কিনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments