Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটিকটক থেকে তথ্য চুরির দাবি হ্যাকারদের

টিকটক থেকে তথ্য চুরির দাবি হ্যাকারদের

টিকটকের সার্ভার থেকে ব্যবহারকারীদের তথ্য চুরির দাবি করেছে অ্যাগেইনস্ট দ্য ওয়েস্ট নামের একটি হ্যাকার গ্রুপ। বিষয়টি প্রমাণের জন্য হ্যাকিং ফোরাম প্ল্যাটফরমে ডাটাবেইসের ছবিও দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, টিকটকের সার্ভারে ২০০ কোটি তথ্য সংরক্ষিত ছিল। ব্যবহারকারীদের ৭৯০ গিগাবাইট ডাটা, টিকটকের পরিসংখ্যান, সোর্স কোডসহ আরো কিছু তথ্য নিয়েছে তারা।

তবে হ্যাকার গ্রুপটির এই দাবি মেনে নেয়নি টিকটক। ঘটনা অস্বীকার করে জানিয়েছে, হ্যাকিংয়ের কোনো প্রমাণ পায়নি তাদের সাইবার নিরাপত্তা বিভাগ। টিকটকের মুখপাত্র মৌরিন শানাহান জানিয়েছেন, যে ডাটা স্যাম্পলগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো এখন সবার জন্য উন্মুক্ত বলে আমরা নিশ্চিত করছি। তবে টিকটকের সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বা ডাটাবেইস হ্যাক হওয়ার কারণে এসব ডাটা স্যাম্পল ফাঁস হয়নি। ফলে ব্যবহারকারীদেরও সতর্ক হয়ে প্রাইভেসিতে পরিবর্তন আনার প্রয়োজন নেই। এ বিষয়ে ‘হ্যাভ আই বিন পওনড’ টুলের নির্মাতা বলেছেন, যেসব তথ্য উন্মুক্ত থাকে সেগুলো নিয়েই ডাটাবেইস তৈরি করছে হ্যাকাররা। এগুলো টেস্ট ডাটা (কম্পিউটার প্রগ্রাম পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহৃত তথ্য)। হ্যাকিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া তথ্য মনে হচ্ছে না। হ্যাকার গ্রুপটির দাবি, তারা উইচ্যাটের তথ্যও চুরি করেছে। হ্যাকিংয়ের ঘটনা প্রমাণে ব্যর্থ হওয়ায় হ্যাকার ফোরাম থেকে তাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়। সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments