Thursday, April 18, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটিকটকের চীনা বিনিয়োগ বিক্রি করতে বলল যুক্তরাষ্ট্র

টিকটকের চীনা বিনিয়োগ বিক্রি করতে বলল যুক্তরাষ্ট্র

চীনা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক ছেদ না করলে যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ বন্ধের হুমকি দিয়েছে বাইডেন সরকার। তাদের দাবি, টিকটকের চীনা বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করতে হবে নয়তো নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। বর্তমানে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ৬০ শতাংশ শেয়ারের মালিক, ২০ শতাংশ শেয়ার আছে কর্মীদের কাছে আর বাকি ২০ শতাংশের মালিক এটির প্রতিষ্ঠাতারা। বাইডেন সরকার চাচ্ছে, বাইটড্যান্স নিজেদের টিকটকের শেয়ার বিক্রি করে দিক। কারণ চীনের সঙ্গে টিকটকের সরসরি সংযোগকে হুমকি মনে করছে তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পর্যালোচনাকারী কমিটি ‘অন ফরেইন ইনভেস্টমেন্টস ইন দি ইউনাইটেড স্টেটস’ (সিএফআইইউএস) বাইটড্যান্সকে বিনিয়োগ তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে টিকটকও। তাদের মুখপাত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষা করাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তবে বিনিয়োগ তুলে নেওয়ায় সমস্যার সমাধান হবে না। মালিকানায় বদল আনা হলেও ডেটার প্রবাহ বা সহজলভ্যতা একই থাকবে। টিকটক তাদের ব্যবহারকারীদের কাছ থেকে প্রচুর পরিমাণে তথ্য নিয়ে থাকে। এর মধ্যে বায়োমেট্রিক ও লোকেশন ডেটাও আছে। এই ডেটাগুলো চীন সরকারের কাছে তুলে দেওয়া হয় এই অভিযোগে এরই মধ্যে সরকারি অফিসের ডিভাইসে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসের শেষ দিকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সূত্র : বিবিসি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments