Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিটিকটককে নকল করায় ইনস্টাগ্রামকে নিয়ে সমালোচনা

টিকটককে নকল করায় ইনস্টাগ্রামকে নিয়ে সমালোচনা

চীনা শর্ট ভিডিও মেকিং অ্যাপ টিকটককে নকল করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ইনস্টাগ্রাম। ইমেজ ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমটি টিকটকের আদলে তৈরি কয়েকটি ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো ফুল স্ক্রিন ভার্টিক্যাল হোম ফিড। অর্থাৎ পুরো স্ক্রিনেই লম্বালম্বিভাবে ভিডিও দেখা যাবে।

একে বলা হয় প্যানাভিশন স্টাইল লেআউট। এ ধরনের ভিডিও টিকটকে দেখা যায়। এ ছাড়া র‌্যানডমলি কিছু ভিডিও নিউজ ফিডে আনতে অ্যালগরিদমেও পরিবর্তন আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে অনেক ব্যবহারকারী ফিচারটি ব্যবহার করতে পারছে। তারা এই পরিবর্তন নিয়ে মোটেও খুশি নয়। সমালোচনার মুখে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘হোম ফিডে নতুন অনেক কিছু পরীক্ষা করছি আমরা। আপনিও পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন এবং পরিবর্তনটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানান। ’

গত মঙ্গলবারই ইনস্টাগ্রামকে আগের রূপে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানান মার্কিন সুপার মডেল কেইলি জেনার। ইনস্টাগ্রামে কেইলি জেনারের ফলোয়ারসংখ্যা ৩৬ কোটি।    

 সূত্র : গ্যাজেটস ৩৬০

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments