Thursday, March 28, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিজার্মানিতে স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু

জার্মানিতে স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনায় একজনের মৃত্যু

জার্মানিতে স্বয়ংক্রিয় গাড়ি দুর্ঘটনায় একজন নিহত এবং গুরুতর আহত হয়েছে ৯ জন। ইলেকট্রিক বিএমডাব্লিউ ৯ গাড়িটিতে পাঁচজন ছিল। পরীক্ষামূলকভাবে গাড়িটি চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারালে চারটি গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। মঙ্গলবার রয়েটলিনগেন শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

প্রথমে একটি সিট্রোয়েন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বিএমডাব্লিউটির। এরপর বিএমডাব্লিউটি একটি মার্সিডিস বেঞ্জকে ধাক্কা দেয়। এতে মার্সিডিস বেঞ্জের ৩৩ বছর বয়সী চালক নিহত হন। এ ছাড়া সিট্রোয়েন গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিএমডাব্লিউটি ছিল ‘অটোনোমাস টেস্ট কার’। স্বয়ংক্রিয় হলেও গাড়িটির চালকের আসনে একজন বসে ছিলেন। তবে স্টিয়ারিং তাঁর হাতে ছিল কি না, তা তদন্ত করে বের করা হবে। গাড়িটির ফুটেজ রেকর্ডিং ব্যবস্থা সচল ছিল। বিএমডাব্লিউ কম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয় ছিল না। গাড়িটি লেভেল ২ ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম সংবলিত।   

 সূত্র : এপি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments