Friday, March 29, 2024
spot_img
Homeবিনোদনজন্মস্থান সুনামগঞ্জের বিপর্যয় কষ্ট দিচ্ছে ফারিয়াকে

জন্মস্থান সুনামগঞ্জের বিপর্যয় কষ্ট দিচ্ছে ফারিয়াকে

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট সদরসহ বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বন্যার পানি বেড়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছে লোকজন।  

বিশেষ করে সিলেট সদর, কোম্পানীগঞ্জ ছাড়াও মেঘালয়ের সীমান্তঘেঁষা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাটসহ বেশ কিছু অঞ্চলের মানুষজনের বাড়িতে এখন গলা সমান পানি।

বন্যা পরিস্থিতি এত ভয়াবহ যে ত্রাণের চেয়ে প্রাণ বাঁচানোই জরুরি হয়ে পড়েছে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশপাশি শোবিজ তারকারাও চিন্তিত। নিজেদের ফেসবুকে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।  

অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মস্থান সুনামগঞ্জ। তাই সেখানকার বিপর্যয় অভিনেত্রীকেও কষ্ট দিচ্ছে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেইজে কষ্ট শেয়ার করেছেন। শবনম ফারিয়া লিখেছেন, ‘সুনামগঞ্জ আমার জন্মস্থান! বাবার পোস্টিং ছিল সেখানে! যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি, কিন্তু গত কিছুদিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে…’

এদিকে সিলেট-সুনামগঞ্জ সড়ক পানিতে তলিয়ে গিয়ে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

জেলার প্রায় সব উপজেলাই কমবেশি প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার কয়েক লাখ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments