Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচ্যাটজিপিটি এখন অর্থ নেবে

চ্যাটজিপিটি এখন অর্থ নেবে

চ্যাটজিপিটির পেইড সংস্করণ আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে চালু করেছে ওপেন এআই। সেবাটির নাম দেওয়া হয়েছে চ্যাটজিপিটি প্লাস। পেইড সংস্করণটি ব্যবহার করলে চ্যাটবটটির কাছ থেকে দ্রুত উত্তর পাওয়া যাবে, ব্যবহার করা যাবে নতুন কিছু ফিচারও। বিনিময়ে মাসে খরচ করতে হবে ২০ ডলার। এর আগে ২৩ জানুয়ারি টুইট বার্তায় চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের জন্য একটি ফর্ম পূরণ করতে বলে ওপেন এআই। যারা ফর্ম জমা দিয়েছে তাদের ইনভাইটেশন পাঠানোর মাধ্যমে পেইড সেবাটি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই পেইড সেবাটি নিতে পারবে। ধীরে ধীরে পেইড সেবা অন্যান্য দেশেও চালু করা হবে। এর আগে খবর রটে, পেইড সেবার জন্য ৪২ ডলার মাসিক হারে দিতে হবে। এই খবর প্রকাশের পর অনেকেই অসন্তোষ প্রকাশ করে। সাবস্ক্রিপশন ফি মাসিক ২০ ডলার হওয়ায় এখন অনেকেই সেবাটি ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। এদিকে ওপেন এআইয়ের অন্যতম বিনিয়োগকারী কম্পানি মাইক্রোসফট নিজেদের ‘প্রিমিয়াম টিমস’ সেবায় চ্যাটজিপিটি যুক্ত করেছে। সেবাটির জন্য মাসিক সাত ডলার করে দিতে হবে। আগামী জুলাই থেকে ফি বেড়ে দাঁড়াবে ১০ ডলার। কর্মক্ষেত্রে ব্যবহৃত মাইক্রোসফট টিমসে স্বয়ংক্রিয়ভাবে মিটিং নোটস লেখা, কাজ বিষয়ে পরামর্শ দেওয়া এবং মিটিংয়ের টেম্পলেট তৈরি করে দেবে চ্যাটজিপিটি।      সূত্র : দ্য ভার্জ 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments