Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচ্যাটজিপিটির লেখা কাভার লেটার কাজে এলো না

চ্যাটজিপিটির লেখা কাভার লেটার কাজে এলো না

চ্যাটজিপিটির লেখা কপি পেস্ট করে ধরা পড়ে চাকরি হাতছাড়া হয়েছে এক চাকরিপ্রত্যাশীর। খণ্ডকালীন কাজের জন্য আপওয়ার্ক প্ল্যাটফরমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন ম্যান্ডি ট্যাং। সেখানে পাঁচ মিনিট পরই কাভার লেটারসহ একটি সিভি পান। চাকরিপ্রার্থীর নির্ভুল কাভার লেটার দেখে বেশ মুগ্ধও হয়েছিলেন। কিন্তু কয়েকটি লাইন তাঁর কাছে কপি পেস্ট বলে মনে হয়। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিবরণীতে যা লিখেছিলেন সেটারই পুনরাবৃত্তি চোখে পড়ে তাঁর। যেমন পাঁচ বছর ধরে ব্যবসা পরিচালনা করার কথা ওই কাভার লেটারেও লেখা ছিল। এতে সন্দেহ হলে চাকরির বিবরণী দিয়ে চ্যাটজিপিটিকে একটি কাভার লেটার লিখতে বলেন তিনি। চ্যাটজিপিটির লেখা কাভার লেটারের সঙ্গে চাকরিপ্রত্যাশীর পাঠানো কাভার লেটার হুবহু মিলে যায়। চাকরিপ্রত্যাশী কাভার লেটারটি এডিট করারও প্রয়োজন বোধ করেননি। এ ভাবনা তাঁকে হতভম্ব করে দেয়। ঘটনাটি নিজের টিকটক ভিডিওতে জানান ম্যান্ডি ট্যাং।

সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments