Thursday, March 28, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিচ্যাটজিপিটির মতো চ্যাটবট আনছে বাইদু

চ্যাটজিপিটির মতো চ্যাটবট আনছে বাইদু

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ নিয়ে পুরো বিশ্বে সাড়া পড়ে গেছে। অদূর ভবিষ্যতে সার্চ ইঞ্জিনের জায়গা নিয়ে নিতে পারে চ্যাটজিপিটি। এআই চ্যাটবটটির প্রয়োজনীয়তা বুঝতে পেরে চীনের ইন্টারনেট সার্চ জায়ান্ট ‘বাইদু’ও

নিজস্ব চ্যাটবট তৈরির পরিকল্পনা করছে। ওপেন এআইয়ের চ্যাটজিপিটির মতো বাইদুর চ্যাটবট সেবা চালু হবে আগামী মার্চে। আলাদা একটি অ্যাপ রূপে চ্যাটবটটি ব্যবহার করা যাবে। পরবর্তী সময়ে সার্চ ইঞ্জিনেও সেবাটি যুক্ত করবে বাইদু। তাদের পরিকল্পনা অনুযায়ী, সার্চ ইঞ্জিনে কোনো প্রশ্ন খোঁজা হলে সার্চ রেজাল্টে একগাদা লিংক দেখানোর বদলে চ্যাটবটই উত্তর দেবে। বর্তমানে চীনে কাস্টমার কেয়ার বা গ্রাহক সেবা খাতে চ্যাটবট ব্যবহার করা হচ্ছে। চ্যাটজিপিটির মতো চ্যাটবট এলে প্রগ্রামিং ও প্রবন্ধ লেখার মতো পেশাদার কাজ করানোও সম্ভব হবে। শুধু সার্চ ইঞ্জিন নয়, ক্লাউড সার্ভিস, চিপ ও স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তিতেও এআই ব্যবহার করতে যাচ্ছে বেইজিংভিত্তিক বাইদু।

 সূত্র : ইউরো নিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments