Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকগ্যাস কম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইইউ

গ্যাস কম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইইউ

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে, তারা আগামী আগস্ট থেকে সামনের বছরের মার্চ মাস পর্যন্ত গ্যাসের ব্যবহার ১৫ ভাগ কমিয়ে দেবে। 

রাশিয়া ইউরোপে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারে এ শঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

তবে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এ চুক্তির যে কাগজপত্র দেখেছে, সেখানে বেশ কয়েকটি দেশকে ছাড় দেওয়া হয়েছে।

আসন্ন শীতটি পার করার জন্য যেন পর্যাপ্ত গ্যাস থাকে এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে দেশগুলোকে বাধ্যতামূলকভাবে ১৫ ভাগ গ্যাস কম ব্যবহার করতে হবে। 

ইইউ বলেছে, রাশিয়া অব্যহতভাবে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

ইইউর গ্যাস পাইপ লাইনের সঙ্গে যুক্ত না থাকা আয়ারল্যান্ড, মাল্টা এবং সাইপ্রাসকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

তাছাড়া যেসব দেশ গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং ইইউ-এর বিদ্যুৎ কার্যক্রমের সঙ্গে নেই তাদেরও এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। 

এদিকে ইইউ-এর এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, হাঙ্গেরি এ চুক্তিতে ভেটো দিয়েছে। তাদের দাবি, এসব কোনো উদ্যোগই কাজে দেবে না। 

সূত্র: বিবিসি 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments