Thursday, March 28, 2024
spot_img
Homeখেলাধুলা‘গোটা ফুটবল বিশ্বই চায় মেসি বিশ্বকাপ জিতুক’

‘গোটা ফুটবল বিশ্বই চায় মেসি বিশ্বকাপ জিতুক’

এবারের বিশ্বকাপটা লিওনেল মেসিরই প্রাপ্য, গোটা ফুটবল বিশ্ব চায় মেসির হাতেই উঠুক বিশ্বকাপÑ এমন কথা বললেন জার্মান লিজেন্ড ইয়ুর্গেন ক্লিন্সম্যান।
গত বছর কোপা আমেরিকা জেতার পর আর্জেন্টাইন খেলোয়াড়রা বেশ কয়েক বারই বলেছেন, বিশ্বকাপে এবার শিরোপাই লক্ষ্য তাদের। ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারানোর পর আলোচনাটা পেয়েছে নতুন মাত্রা। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও আছেন দারুণ ফর্মে। জাতীয় দলের হয়ে তিনি শেষ তিন ম্যাচে করেছেন ৯ গোল। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সি গায়েও নৈপুণ্য দেখাচ্ছেন তিনি আর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম লা নাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মান কোচ ও ১৯৯০ বিশ্বকাপজয়ী স্ট্রাইকার ক্লিন্সম্যান বলেন, ‘আমার মনে হয়, ফুটবলের সবারই একটা ইচ্ছে আছে। সে ইচ্ছেটা হচ্ছে মেসি তার অবিশ্বাস্য প্রতিভা দিয়ে তার ক্যারিয়ারে যা করেছে, ফুটবলের প্রতিনিধিত্বটা সে যেভাবে করেছে, তা দিয়ে বিশ্বকাপটাও জিতবে, যেমনটা দিয়েগো (ম্যারাডোনা) জিতেছিল।’ 
শুধু আশাই নয়, মেসির বিশ্বকাপটা প্রাপ্য বলে মনে করছেন যুক্তরাষ্ট্র ফুটবল দলের সাবেক এই কোচ। জানালেন, সেটা আদায় করে নেওয়ার দায়টাও আর্জেন্টাইন মহাতারকারই। ক্লিন্সমান বলেন, ‘অন্য যে কারোর চেয়ে মেসিরই এই বিশ্বকাপটা বেশি প্রাপ্য। মেসির উচিত বিশ্বকাপটা কাতার থেকে নিজের ঘরে নিয়ে যাওয়া।’
আগামী ২০শে নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ফুটবলের এই বিশ্বআসরে আর্জেন্টিনা আছে ‘সি’ গ্রুপে।

একই গ্রুপে রয়েছে পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। আগামী ২৪শে নভেম্বর আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments