Friday, April 19, 2024
spot_img
Homeখেলাধুলা‘খারাপ নিউজ পড়লে মানসিক চাপ বেড়ে যায়’

‘খারাপ নিউজ পড়লে মানসিক চাপ বেড়ে যায়’

ক্রিকেটারদের সংবাদ মাধ্যম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। 

ওয়েষ্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে টাইগারদের ব্যাটিং বিপর্যয় নিয়ে বুধবার মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান আকরাম খান। 

তিনি বলেন, ক্রিকেটারদের সংবাদমাধ্যম থেকে দূরে থাকতে হবে। এ জিনিসটা করলে ভালো হয়। 

ক্রিকেট থেকে অবসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া আকরাম খান ভারতীয় ক্রিকেটারদের উদাহরণ টেনে বলেন, আপনারা দেখেছেন ভারত যখন ২০১১ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তার আগে এক বছরের মতো কোনো ক্রিকেটারকেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখিনি। কারণ মিডিয়া ভালো করলে ভালো, আর খারাপ করলে নিউজগুলো পড়লে মানসিক চাপটা বেড়ে যায়। তাই ক্রিকেটারদেরকে সংবাদমাধ্যম থেকে একটু দূরে থাকতে হবে।

বিসিবির এই পরিচালক বলেন, শুধু বোলিং না দল হিসেবে ভালো করতে হবে। ব্যাটারদের লম্বা ইনিংস খেলা খুব গুরুত্বপূর্ণ। একজন যদি ১৫০ করে, তাহলে বাকিদের দিয়ে ৩০০ সম্ভব। লম্বা ইনিংস না খেললে পারফরম্যান্স সম্ভব না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments