Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিখামারি যখন ইউটিউবার

খামারি যখন ইউটিউবার

শুরুতে কে জানত খামারের চেয়ে ইউটিউব থেকে বেশি আয় করতে পারবেন—এটা বোধ হয় খোদ ইয়ান পুলেনও ভাবতে পারেননি। যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের এই খামারি তাই করে দেখালেন। নিজের দুগ্ধপালন খামারের চেয়ে ইউটিউবে বেশি আয় করছেন ইয়ান। ২০১৮ সাল থেকে নিজের ইউটিউব চ্যানেল ‘ফার্মার পি’-এ কনটেন্ট দেওয়া শুরু। চ্যানেলটির সাবস্ক্রাইবার ৩৯ হাজার ৮০০। পাশাপাশি কিছু ভিডিও পেয়েছে কয়েক লাখ ভিউ। সঠিক খামার পরিচালনার বিষয়গুলোও তুলে ধরেন নিজের চ্যানেলে। ইউটিউব চ্যানেলটি শুরু করার সময় পুলেন কখনোই আশা করেননি যে তাঁকে এ কাজের জন্য অর্থ প্রদান করা হবে। প্রায় আড়াই বছর আগে গুগল থেকে একটি বার্তা পান তিনি। এতে লেখা ছিল— আপনাকে ৪৭ পাউন্ড দেওয়া হলো। এটিই ছিল তাঁর ইউটিউব থেকে প্রথম আয়।

‘এরপর যথাক্রমে ৮০ পাউন্ড এবং তারপর ৩০০ পাউন্ড অর্থ পেয়েছিলাম,’ জানালেন পুলেন। ইউটিউব থেকে এখন খামারের চেয়েও বেশি আয় করেন এই খামারি।=

ইউটিউবের এই আয় দিয়ে একটি নতুন শস্যাগার কিনেছেন। পাশাপাশি ভিডিওর সুবিধার্থে এরিয়াল শটের জন্য একটি ড্রোনসহ প্রিমিয়াম ক্যামেরা কিটও কিনেছেন। এ ছাড়া তিনি অনেক বিষয়বস্তু শিখেছেন, যা তাঁর ভিডিওকে দর্শকদের আছে আকর্ষণীয় করে তুলবে।

ইয়ান পুলেন জানান, চ্যানেল থেকে পাওয়া অর্থ খামারে আবার বিনিয়োগ করেন। গ্লস্টারশায়ারের ন্যাশনাল ফার্মাস ইউনিয়নের কেটি জার্ভিস বিশ্বাস করেন যে আরো বেশি ভ্লগিং কৃষক থাকলে শিল্পটি উপকৃত হবে। তিনি বলেন, ‘ভ্লগিংয়ের মাধ্যমে আমরা কী করি এবং খাদ্য উৎপাদন, পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে যেমন জনগণকে জানানো যাবে, অন্যদিকে ভিডিও থেকে কিছু অর্থও উপার্জন করা যাবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments