Friday, March 29, 2024
spot_img
Homeলাইফস্টাইলক্যান্সারের নাম লিম্ফোমা

ক্যান্সারের নাম লিম্ফোমা

রক্তের প্রধান উপাদান দুটি—রক্তরস ও রক্তকোষ। রক্তের বিভিন্ন কোষীয় উপাদানের একটি হলো লিম্ফোসাইট, যা মূলত এক প্রকার শ্বেত রক্তকণিকা। এর প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা। বিভিন্ন কারণে এই লিম্ফোসাইটের অস্বাভাবিক বৃদ্ধি হলে দেখা দেয় লিম্ফোমা নামক ক্যান্সার।

ক্যান্সারটি মূলত ‘লিম্ফনোড’ বা লসিকা গ্রন্থিগুলোকে আক্রান্ত করে।

লিম্ফোসাইট যেসব অঙ্গে তৈরি ও বৃদ্ধি হয়, এসব অঙ্গের মধ্যে রয়েছে লিম্ফনোড, স্প্লিন (প্লিহা), টনসিল ইত্যাদি। লিম্ফনোড শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে। তবে গলার দুই দিকে, বগলে, কুঁচকিতে, ফুসফুসের দুই পাশে ও পেটের অভ্যন্তরে এর উপস্থিতি বেশি বোঝা যায়। স্বাভাবিক অবস্থায় এগুলো বোঝা যায় না। কিন্তু কোনো কারণে আকার বড় হলে তা বোঝা যায়।

প্রকার

লিম্ফোমা সাধারণত দুই প্রকার—হজকিনস লিম্ফোমা ও নন-হজকিনস লিম্ফোমা। এগুলোর উভয়ের ধরন ও চিকিৎসায় বেশ কিছু পার্থক্য রয়েছে।

লক্ষণ

শরীরের কোনো এলাকায় লিম্ফনোড বা অন্য কোনো লিম্ফেটিক অঙ্গ অস্বাভাবিক বড় হতে থাকে। ফুলে যাওয়া লিম্ফনোডগুলো রাবারের মতো নরম ও ব্যথাহীন হয়। এর সঙ্গে দীর্ঘদিনের জ্বর, ওজন কমে যাওয়া ও রাতের বেলায় প্রচুর ঘাম হয়। লিম্ফোমার জ্বর হয় সাধারণত অনিয়মিত ধরনের। মানে আসে আবার চলে যায়। জ্বরের মাত্রা কখনো খুব বেশি হয়, কখনো সামান্য। এই লক্ষণগুলোর বেশির ভাগই যক্ষ্মার সঙ্গে মিলে যায়, যা বিশেষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয়।

কারণ

অন্যান্য ক্যান্সারের মতো লিম্ফোমার কারণও নানা রকম। অনেকটাই অজ্ঞাত। তবে কিছু জীবাণু; যেমন—হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়া, হেপাটাইটিস সি ভাইরাস, এইডস, ইবস্টেইন বার ভাইরাস ইত্যাদি এরই মধ্যে কারণ হিসেবে প্রমাণিত হয়েছে।

পরীক্ষা-নিরীক্ষা

আক্রান্ত লিম্ফনোড থেকে টিস্যু কেটে নিয়ে বায়োপসি করাই হলো লিম্ফোমার প্রধান পরীক্ষা। রোগের স্টেজ বোঝার জন্য এক্স-রে, আলট্রাসনোগ্রাম, সিটিস্ক্যান, বোন ম্যারো পরীক্ষা করা হয়। এ ছাড়া সার্বিক অবস্থা বোঝার জন্য রক্তের রুটিন পরীক্ষার পাশাপাশি অন্য কিছু পরীক্ষাও করা হয়।

লিম্ফোমার চিকিৎসা

লিম্ফোমার মূল চিকিৎসা কেমোথেরাপি। স্টেজিংয়ের ওপর নির্ভর করে এবং আক্রান্ত লিম্ফনোডের আকার ও অবস্থান বিবেচনা করে রেডিওথেরাপিও দেওয়া হয়। কেমোথেরাপি ও রেডিওথেরাপিতে ভালো না হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন করার প্রয়োজন হয়। সঠিক সময়ে রোগ নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে ৭০ থেকে ৯০ শতাংশ লিম্ফোমা পুরোপুরি ভালো করে ফেলা সম্ভব।

বাংলাদেশেই লিম্ফোমার সুচিকিৎসা সম্ভব। এর চিকিৎসা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। কেমোথেরাপির বেশির ভাগ ওষুধ বাংলাদেশেই তৈরি হয়। লিম্ফোমার অস্থিমজ্জা প্রতিস্থাপনও বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে সফলতার সঙ্গে চলছে। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতালসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে লিম্ফোমার চিকিৎসা হয়।

লেখক : রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments