Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিককৌশলগত সম্পর্ক জোরদারে প্রথম রাশিয়া সফরে ইবরাহিম রাইসি

কৌশলগত সম্পর্ক জোরদারে প্রথম রাশিয়া সফরে ইবরাহিম রাইসি

রাশিয়া সফরে এসে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম রাশিয়া সফর। 

বুধবার ইবরাহিম রাইসি রাশিয়া পৌঁছালে দেশটির জ্বালানি মন্ত্রী নিকোলাই শুলগিনুফ তাকে মস্কো বিমানবন্দরে স্বাগত জানান। 

বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। এসময় রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।  

ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। কিন্তু ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।

পুতিন বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ৬ শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় আমরা সন্ত্রাসবাদ মোকাবিলায় সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি।  

এ সফরে ইরানের প্রেসিডেন্ট রুশ সংসদ দুমায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে চুক্তি সই হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments