Tuesday, April 16, 2024
spot_img
Homeধর্মকোরআনের বাণী

কোরআনের বাণী

অবিশ্বাসীদেরও ক্ষমা করো

ইরশাদ হয়েছে, ‘মুমিনদের বলুন! তারা যেন ক্ষমা করে তাদের, যারা আল্লাহর দিনগুলোর (প্রতিফল দেওয়ার দিন) প্রত্যাশা করে না। এটা এ জন্য যে আল্লাহ প্রত্যেক সম্প্রদায়কে তার কৃতকর্মের প্রতিফল দেবেন। ’

(আয়াত : ১৪)

ভালো কাজের প্রতিদান মানুষ পাবেই

ইরশাদ হয়েছে, ‘যে সৎকাজ করে সে তা নিজের কল্যাণেই করে, আর কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে। অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে।

(আয়াত : ১৫)

অজ্ঞদের অনুসরণ কোরো না

ইরশাদ হয়েছে, ‘অতঃপর আমি আপনাকে প্রতিষ্ঠিত করেছি দ্বিনের বিশেষ বিধানের ওপর। সুতরাং তুমি তার অনুসরণ করো। অজ্ঞদের অনুসরণ কোরো না। ’ (আয়াত : ১৮)

আল্লাহ মুত্তাকিদের বন্ধু

ইরশাদ হয়েছে, ‘আল্লাহর মোকাবেলায় তারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। জালিমরা একে অন্যের বন্ধু আর আল্লাহ মুত্তাকিদের (আল্লাহভীরু) বন্ধু। ’ (আয়াত : ১৯)

কোরআন মানবজাতির জন্য রহমতস্বরূপ

ইরশাদ হয়েছে, ‘এই কোরআন মানবজাতির জন্য সুস্পষ্ট দলিল এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও রহমত। ’

(আয়াত : ২০)

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments