Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিকে কার আগে যাবে, সেলফির পাল্লায় পিষ্ট কিশোরী

কে কার আগে যাবে, সেলফির পাল্লায় পিষ্ট কিশোরী

ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের দুই বাসের রেষারেষিতে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ও দুই আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় দুটি বাস জব্দ ও এক চালককে আটক করেছে সাভার হাইওয়ে থানার পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে মহাসড়কের ঢাকাগামী লেনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত শিলা (১৬) গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের বাসিন্দা।

এ ছাড়া আহতরা হলেন শিলার মামা হযরত আলী ও আলীর মেয়ে সুমাইয়া। তারা তিনজনই মোটরসাইকেলে ঢাকাগামী লেনে ছিলেন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের ডেইরি গেটের পাশের ফুট ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে সেলফি পরিবহনের একটি বাস যাত্রী তুলছিল। পেছনে থাকা সেলফি পরিবহনের আরেকটি বাস দাঁড়িয়ে থাকা বাসটির বাম পাশ দিয়ে আগে যাওয়ার চেষ্টা করলে দুই বাসের মাঝেখানে পড়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহী মাটিতে পড়ে যান।

এ সময় হযরত আলী ও তার মেয়ে সুমাইয়া আহত হন এবং শিলার মাথার ওপর দিয়ে বাসের চাকা যাওয়ায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর সেলফি পরিবহনের বাস দুটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে ঘটনাস্থলে সাভার হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হলে বাস দুটিকে ডেইরি গেটে নিয়ে যাওয়া হয়।

সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, ‘ঘটনাস্থলে এসে একজন মারা গেছে বলে জানতে পেরেছি। বাস দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলে বাস দুটি থানায় নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments