Friday, March 29, 2024
spot_img
Homeবিচিত্রকেনিয়ার প্রেসিডেন্টের জন্য দু’বার ট্রেন চালিয়েছেন যে নারী

কেনিয়ার প্রেসিডেন্টের জন্য দু’বার ট্রেন চালিয়েছেন যে নারী

মোম্বাছা-নাইরোবি স্ট্যান্ডার্ড গেজ রেলওয়ের চায়না রোড ও ব্রিজ কোপের আফ্রিকান রেলপথ কোম্পানিতে কাজ করেন কোনসিলিয়া ওয়াইর নামের একজন কেনিয়ার নারী। বর্তমানে তিনি হচ্ছেন এ কোম্পানির একটি বিভাগের উপপরিচালক।

গত কয়েক বছরে তিনি একজন সাধারণ কর্মী থেকে ট্রেনের চালকে পরিণত হন। তারপর এখন কোম্পানির পরিচালনা বোর্ডের একজন সদস্য হয়েছেন। তাতে কোনসিলিয়ার একটি পরিশ্রমী গল্প ফুটে ওঠেছে।

২০১৬ সালে তিনি মোম্বাছা-নাইরোবি রেলওয়ের ট্রেন চালক ও প্রকৌশলী পদে চাকরির সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারে পাস হওয়া ৭ নারী চালকের মধ্যে তিনি একজন। ২০১৭ সালের ৩১ মে এ রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।

এদিন তিনি কেনিয়ার প্রেসিডেন্টের জন্য ট্রেন চালিয়েছেন। ২০১৯ সালের ১৭ অক্টোবর তিনি আবারও প্রেসিডেন্টের জন্য ট্রেন চালান। সূত্র: সিআরআই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments