Friday, March 29, 2024
spot_img
Homeজাতীয়কামালের নেতৃত্ব মানা ভুল ছিল : মোশাররফ

কামালের নেতৃত্ব মানা ভুল ছিল : মোশাররফ

বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামাল হোসেনকে ‘ঈমাম’ বানানো ভুল ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সরকার ইভিএম-এ নির্বাচন করতে চায় কেন?’ শীর্ষক গোলটেবিল আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, এখন আবার সরকারবিরোধী অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তাদের মতামত নিয়ে আমরা এটাকে সমৃদ্ধ করতে চাই। দেশে একটা নতুন রাজনৈতিক মঞ্চ হবে না কি যুগপৎ আন্দোলন করব- আলোচনার পর সেই সিদ্ধান্ত হবে।

তবে এবার সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন কিছু করতে হবে, যাতে ২০১৮ সালের মতো বিপর্যায় সামনে না আসে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইভিএম কোনো কাজের জিনিস না। বিগত দুই নির্বাচন আওয়ামী লীগ ডাকাতি করেছে। সরকার এবার দিনের ভোট আগের রাতে ডাকাতি করতে পারবে না। তারা ক্ষমতাও ছাড়তে পারছে না। কারণ তারা বাঘের পিঠে সওয়ার হয়েছে। সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ এমপি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments