Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিককরোনার মধ্যে উৎসবে যোগ দিচ্ছে হাজার হাজার হিন্দু

করোনার মধ্যে উৎসবে যোগ দিচ্ছে হাজার হাজার হিন্দু

প্রয়াগরাজ মেঘ মেলা

ভারতে করোনাভাইরাস সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে হাজার হাজার হিন্দু তীর্থযাত্রী ভারতের উত্তরাঞ্চলের শহর প্রয়াগরাজে (পূর্বের এলাহাবাদ) উৎসবের জন্য আসতে শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভক্তরা বিশ্বাস করেন যে, মকর সংক্রান্তি উৎসবে গঙ্গা নদীতে স্নান করলে তাদের পাপ মোচন হবে। একই ধরনের জমায়েতের পর গত বছর ভারতে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছিল।

কিন্তু ভারতের উত্তরপ্রদেশ প্রশাসন এ বছর জমায়েত নিষিদ্ধ করতে রাজি হয়নি।

গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ মেঘ মেলায় যোগ দিতে আসা ভক্তদের করোনা বিধি মেনে চলার অনুরোধ করেছেন।

এদিকে মেঘ মেলা শুরুর আগেই মেলার মাঠ থেকে করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। সেখানে ভিড় সামলানোর জন্য এরই মধ্যে পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা রাজিব নারায়ন মিশ্র গতকাল বৃহস্পতিবার বলেছেন, অন্তত ৩৮ জন পুলিশ কর্মী দায়িত্বরত অবস্থায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তার শঙ্কা, এই আয়োজনকে কেন্দ্র করে করোনার হটস্পট গড়ে উঠতে পারে।
সূত্র: বিবিসি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments