Thursday, April 18, 2024
spot_img
Homeসাহিত্যকবিতার প্রসব বেদনা

কবিতার প্রসব বেদনা

কবিতার প্রসব বেদনায় কাতর কবি
দুনিয়ার বেড়াজাল ঠেলে সত্যের তরি,
মনের ভিতর উঁকিঝুঁকি দেয় স্বপ্ন রবি
সাধনায় মিলে যায় ভাগ্যে মুক্তা-মণি।
কাব্যের জনক তুমি পবিত্র বাণী
যত পড়ি মুছে যায় অন্তরের গ্লানি,
দেহের শিরায় জমাট বাঁধা সব ক্লান্তি
হাকিমের নাম নিলেই হারায় ভ্রান্তি।
মানুষ হইয়া জন্মে-ই কয় আশরাফুল
ধরনীর মোহ মায়ার রথে মশগুল,
নিখিল ধরাতে পদে পথে শয়তান
রহিমের গান গাইলে হয় অবসান।
মিনার থেকে আসে রোজ মুক্তির ধ্বনি
তুমি-ই আল-গাফুর জীবন দিয়ে মানি,
হাজারও বিষে কাঁদে যখন বক্ষ গণি
নিশিতে প্রাণিকুলে ডেকে পাই রশ্মি। 
আলোর আগমনে হারায় বাতিল বন্দনা
শান্তির খেয়া বসুধায় ফিরে ফুটায় বাসনা,
সুখের জোসনা দেখে পদ্মা করে রন্ধনা
বাংলাজুড়ে চিরতরে মুছে যায় বেদনা।
 
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments