Thursday, April 18, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিওয়াইফাইয়ে হবে রিমোট চার্জ

ওয়াইফাইয়ে হবে রিমোট চার্জ

হুট করে রিমোটের ব্যাটারির চার্জ শেষ হওয়ার ভয়ের দিন শেষ এমনটাই দাবি করছে স্যামসাং। এবারের সিইএসে এমনই এক রিমোট দেখাল কোরিয়ান প্রযুক্তি কোম্পানি স্যামসাং। তাদের রিমোটে থাকছে রিচার্জেবল ব্যাটারি, আর ওটা চার্জের জন্য দেওয়া হবে সোলার প্যানেল এবং ওয়াইফাই থেকে বিদ্যুৎ তৈরির অ্যান্টেনা। অদ্ভুত এ প্রযুক্তির মূল সূত্র নিকোলা টেসলা আবিষ্কার করেছেন বহু আগেই, কিন্তু তা সঠিক প্রয়োগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত হয়েছে মাত্র কয়েক বছর আগে। যেহেতু টিভি বা এসির রিমোট তেমন শক্তি খরচ করে না, তাই অত্যন্ত স্বল্পশক্তির এই চার্জিং সিস্টেম দিয়েই চালানো যাবে কাজ। বাধা একটিই, রিমোটটি থাকতে হবে রাউটারের ৪০ ফিটের মধ্যে। আসছে সময়ে টিভি, এসি ও অন্য ডিভাইসের রিমোটগুলোতে এ প্রযুক্তি ব্যবহার করবে স্যামসাং।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments