Friday, April 19, 2024
spot_img
Homeসাহিত্যএ কে ফেরদাউছ আহমেদের কাব্যগ্রন্থ আনাবিয়া এবং জলনূপুর

এ কে ফেরদাউছ আহমেদের কাব্যগ্রন্থ আনাবিয়া এবং জলনূপুর

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এ কে ফেরদাউছ আহমেদ-এর প্রথম কাব্যগ্রন্থ ‘আনাবিয়া এবং জলনূপুর’। গ্রন্থটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। দাম ২৫০ টাকা। বইটি পাওয়া যাবে মেলার মাঠে বিশ্ব সাহিত্য ভবন প্যাভিলিয়নে। এ কে ফেরদাউছ আহমেদ পেশায় একজন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার। এম বি এ করেছেন ফিনেন্স নিয়ে। যুক্ত আছেন স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের স¤প্রচার ও প্রকৌশল এবং আইটি বিভাগের প্রধান হিসেবে। পেশাগত এবং ব্যক্তিগত কারণে ভ্রমণ করেছেন পৃথিবীর অনেক দেশ। ছাত্র জীবন থেকেই লেখালেখি করছেন তিনি। তবে গ্রন্থ প্রকাশে বরাবরই অনাগ্রহ তার। শুভাকাক্সক্ষীদের আগ্রহে ‘আনাবিয়া এবং জলনূপুর’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছেন। তার কবিতার উপজীব্য আনন্দ, হতাশা, হারিয়ে যাওয়া প্রেমের আর্তী, মায়াময় প্রকৃতি, জীবনের অনুষঙ্গ, জীবনবোধ, বর্ণময় জীবনের হাসি-আনন্দ ও ধাবমান জীবনের গতিপথ। তার জন্ম কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবা ছাইদ উল্যাহ ও মাতা যোবেদা বেগম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments