Saturday, April 20, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএসারের সার্ভার থেকে তথ্য চুরি

এসারের সার্ভার থেকে তথ্য চুরি

তাইওয়ানের কম্পিউটার নির্মাতা কম্পানি এসার হ্যাকিংয়ের শিকার হয়েছে। তাদের একটি ডাটা সার্ভারে হ্যাকার অনুপ্রবেশ করে তথ্য হাতিয়ে নিয়েছে। এ বিষয়ে তদন্ত চালাচ্ছে তারা। ওই সার্ভারে ব্যবহারকারীদের কোনো তথ্য সংরক্ষিত ছিল না। তবে এসারকর্মীদের তথ্য এবং কম্পানিটির নথি চুরি হয়েছে।

চলতি সপ্তাহে, চুরি করা ১৬০ গিগাবাইট তথ্য বিক্রিরও বিজ্ঞাপন দেয় হ্যাকার। সার্ভিস ম্যানুয়াল, আইএসও ফাইল, বিআইওএস, রম ফাইল যুক্ত এই ডাটাসেট ফেরত দেওয়ার বিনিময়ে অর্থ চেয়েছে হ্যাকার। হ্যাকার জানিয়েছে, এই অর্থ শুধু মধ্যস্থতাকারীর সহায়তায় মনিরো বা ডিসেন্ট্রালাইজড ক্রিপ্টোকারেন্সি রূপেই গ্রহণ করা হবে। সর্বোচ্চ দাম পেলেই বিক্রি করা হবে ডাটাসেট। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এরিক ক্রন জানিয়েছেন, চুরি হওয়া তথ্য অর্থ ও গ্রাহকসংক্রান্ত হলে তবেই বেশি ক্ষতি হবে, ব্যাপারটা এমন নয়। এই ঘটনায় এসারের মেধাস্বত্ব সম্পদ এবং কম্পানির গোপনীয় কিছু তথ্য ফাঁস হয়েছে। পণ্যের বিস্তারিত ও ব্যাবসায়িক কৌশল সংক্রান্ত এসব তথ্য প্রতিদ্বন্দ্বী কম্পানিগুলোর কাছে গুরুত্বপূর্ণ। এসব তথ্য নিয়ে সহজেই তারা এসারের মতো উন্নতি করতে পারবে।

 সূত্র : টেক স্পট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments