Friday, April 19, 2024
spot_img
Homeআন্তর্জাতিকএশিয়ার তিন দেশে লাখ লাখ মানুষ অন্ধকারে

এশিয়ার তিন দেশে লাখ লাখ মানুষ অন্ধকারে

বড় ধরনের ব্ল্যাকআউটের পর এশিয়ার তিনটি দেশে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কিরগিজস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মঙ্গলবার অনির্দিষ্ট দুর্ঘটনার পর এটি ঘটেছে।

কিরগিজস্তান ও উজবেকিস্তানের রাজধানী এবং কাজাখস্তানের অর্থনৈতিক কেন্দ্র আলমাটিতে স্থানীয় সময় দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গণমাধ্যমে এবং সরকারি কর্মকর্তারা বলছেন, ব্ল্যাকআউট তিন দেশের প্রদেশগুলোতে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে।

উজবেকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কাজাখস্তানের পাওয়ার গ্রিডে একটি দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিভ্রাটের সূত্রপাত হয়।

ওই বিবৃতিতে আরও বলা হয়, কাজাখস্তানে পাওয়ার গ্রিডে একটি বড় দুর্ঘটনার ফলে (দক্ষিণ কাজাখ) আলমাটি শহর, শ্যামকেন্ট, তারাস, তুর্কেস্তান (অঞ্চল) এবং সংলগ্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়।

কিরগিজস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে টেলিফোনে বলেছেন, আঞ্চলিক বিদ্যুৎ লাইনে একটি দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।
সূত্র: এনডিটিভি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments