Friday, March 29, 2024
spot_img
Homeসাহিত্যএম এ রহমানের দুটি কবিতা

এম এ রহমানের দুটি কবিতা

চারুলতা

সময়ের চোরা গর্তে হারিয়ে যায় অনেক কিছু
কিছু স্মৃতি মুছে যায় বেখেয়ালী ধুলো আস্তরণে
ভাবনার জানালায় কিছু স্মৃতি সমুদ্রের ঢেউ
বাধাহীন সমীরণে তুমুল ঢেউয়ে ভেড়ে তীরে।

চারুলতা, তুমি আজ হৃদসমুদ্রে তুমুল ঢেউ
নোনাজলে ঢেউ খেলা কথার সফেদ সৃষ্ট ফেনা
থই থই অন্ধকারে ঝিরিঝিরি বাতাসের এলোচুল
আমি গন্ধ শুকে যাই লেপ্টে থাকা ভেজা স্মৃতিফুলে।

এখনো সময়-না ফেরার রাস্তাটা পার হয়নি
তাই বসে আছি আমি-হৃদয়ের শার্সি খুলে থির
সান্ত্বনা বাতাসে হেঁটে অপেক্ষার দৃষ্টি যায় দূরে
চেয়ে থাকি ফেরা পথে, অভিমান কাঁটাতার খুলে।

কত শরতের ফুল, গ্রীষ্মের ফলের মিষ্টি গন্ধ
শ্রাবণের বৃষ্টিজল মুছে দিতে পারেনি তোমাকে
অনেক বসন্ত চলে গেল ফুলহীন-তুমিহীনা
চারুলতা ফিরে এসো, ফিরে এসো চেনা ঘরে।

****

ক্লান্তি ছুঁয়েছে আমায়

আজ মন খারাপের পতাকা উড়ছে পতপত
ক্লান্তি ছুঁয়েছে আমায়; শ্রাবণ আকাশজুড়ে মেঘ
ঘনকালো মেঘ ভাঁজে বিদগ্ধ সময় চমকায়
আজ বৃষ্টি হবে; সারা আকাশজুড়ে তুমুল মেঘ।

গোধূলি কার্নিশ ঘেঁষে কাঁটাতারে আবদ্ধ আবেগ
সমুদ্রের অতলান্তে আড়মোড়া দিয়ে জেগে উঠে
ভাঙা হৃদয়ের টানে ফুলে উঠে তুমুল সুনামি
জোয়ারের জলোচ্ছ্বাসে ডুবে যাবে বিশ্বাসের ভূমি।

এক জীবন সময়; বুকপকেটের ভাঁজে রাখা
খুচরো সময় নোটে বিদগ্ধ বেদনা কিনি নিত্য
কতবার মরে গেছি-তবু সময় শেষ হয়নি
ক্লান্তি ছুঁয়েছে আমায় বিষাদের নোনা দেহ ভিজে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments