Thursday, April 18, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিএবার ধাতব পাতও থ্রিডি প্রিন্ট করা যাবে

এবার ধাতব পাতও থ্রিডি প্রিন্ট করা যাবে

যুক্তরাষ্ট্রের থ্রিডি প্রিন্টার নির্মাতা কম্পানি ডেস্কটপ মেটাল সহজে ইন্ডাস্ট্রিয়াল মেটাল তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছে। ‘ফিগার জি১৫’ নামের এই প্রযুক্তির ফলে প্রক্রিয়াকরণের ধাপ কমে যাবে। সরাসরি ডিজিটাল ডিজাইন ফাইল থেকেই মাপমতো ধাতব পাত প্রিন্ট হয়ে আসবে। এর ফলে স্ট্যাম্পিং টুল যুক্ত করার, ছাঁচে ফেলার, রং করার বা চাপ দিয়ে আকার তৈরির প্রয়োজন পড়বে না।

এতে উৎপাদনের খরচ ও সময় দুই-ই কমবে। কম্পানিটির প্রধান নির্বাহী রিক ফিউলপ বলেছেন, ‘ধাতব পাতের বাজার ৩০ হাজার কোটি ডলারের। কিন্তু এই খাতে   ডিজিটাল কোনো সমাধান ব্যবহার করা হয় না। ’

ডেস্কটপ মেটালের গ্রাহক তালিকায় আছে গাড়ি নির্মাতা কম্পানি বিএমডাব্লিউ, টয়োটা মোটরস এবং রকেট নির্মাতা কম্পানি স্পেসএক্স। বিমান, কৃষিযন্ত্র ও ভারী যন্ত্রপাতিতে ধাতব পাত কাজে লাগে। নতুন প্রযুক্তির ফলে বছরে ১০ হাজার যান তৈরির জন্য ধাতব পাত তৈরি করতে পারবে ডেস্কটপ মেটাল।

 সূত্র : ইউরোনিউজ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments