Thursday, March 28, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিউড়েও ব্যর্থ থ্রিডি প্রিন্টেড রকেট

উড়েও ব্যর্থ থ্রিডি প্রিন্টেড রকেট

প্রথমবারের মতো থ্রিডি প্রিন্টেড রকেট মহাকাশে পাঠাতে চেয়েছিল রিলেটিভিটি স্পেস। বুধবার রাতে টেরান ১ বুস্টার রকেটটি ফ্লোরিডার কেপ কার্নিভাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয়। যাত্রা শুরুর তিন মিনিটের মধ্যেই পরীক্ষামূলক মিশনটি ব্যর্থ হয়। পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছানোর আগেই রকেটের ওপরের অংশে আগুন ধরে যায়। এই অংশই মাঝ ফ্লাইটে আলাদা হয়ে অতিরিক্ত ইঞ্জিনের সাহায্যে মহাকাশে পৌঁছানোর কথা ছিল। স্যাটেলাইটবিহীন রকেটটির বুস্টার অংশের পারফরম্যান্স সম্পর্কে তথ্য নেওয়াই ছিল পরীক্ষামূলক ফ্লাইটটি চালানোর মূল উদ্দেশ্য। এ বিষয়ে রিলেটিভিটি স্পেসের টেস্ট ও লঞ্চ টেকনিক্যাল প্রগ্রাম ম্যানেজার আরওয়া তিজানি ক্যালি বলেন, ‘কেউ কখনো থ্রিডি প্রিন্টেড রকেট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর চেষ্টা করেনি। আমরা হয়তো পুরোপুরি সফল হইনি, তবে প্রমাণ করতে পেরেছি যে থ্রিডি প্রিন্টেড রকেট ওড়ানো সম্ভব।’

রকেটটির ৮৫ শতাংশই থ্রিডি প্রিন্ট করে বানানো। এর ৯টি ইঞ্জিনও থ্রিডি প্রিন্টেড। পরবর্তী সংস্করণটির ৯৫ শতাংশ হবে থ্রিডি প্রিন্টেড। চাইলে আবার এই রকেট ব্যবহারও করা যাবে।   সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments