Tuesday, April 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইসরায়েলকে সুবিধা দিতে গিয়ে বিপদে গুগল

ইসরায়েলকে সুবিধা দিতে গিয়ে বিপদে গুগল

ইসরায়েলকে প্রযুক্তিগত সুবিধা দিতে গিয়ে নিজের কর্মীদেরই বাধার মুখে পড়েছে গুগল। ‘প্রজেক্ট নিম্বাস’ নিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেছেন আরব, মুসলিম, ইহুদি ও ফিলিস্তিনি গুগলকর্মীরা। এর মধ্যে অ্যারিয়েল কারিন নামের এক কর্মী (২৮) চাকরিও ছেড়ে দিয়েছেন। তিনি ছাড়াও এই প্রতিবাদে শামিল হয়েছেন গুগলের আরো ১৫ জন কর্মী।

২০২১ সালের এপ্রিলে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ১২০ কোটি ডলারে প্রজেক্ট নিম্বাস চুক্তি করে গুগল ও অ্যামাজনের সঙ্গে। চুক্তির আওতায় ইসরায়েলের সরকার ও তাদের সামরিক বাহিনীকে অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং প্রযুক্তি সরবরাহ করবে গুগল। ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ডিজিটাল নজরদারি বৃদ্ধি করতে এসব প্রযুক্তি ব্যবহার করবে ইসরায়েল। অ্যারিয়েল কারিন বলেন, ‘ইসরায়েলকে এই প্রযুক্তি দিলে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতার মাত্রা আরো বাড়বে। ’

এক বছর ধরেই তিনি এ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। নভেম্বরে গুগল তাঁকে ব্রাজিলে যেতে বলে, নয়তো চাকরি ছাড়তে হবে। তাঁকে চাকরিতে বহাল রাখতে গুগলের ৭০০ কর্মী একটি আবেদনপত্রে স্বাক্ষরও করেন।

তিনি বলেন, ‘গুগলের যে স্বচ্ছ ভাবমূর্তি তা এই প্রজেক্ট নিম্বাসে প্রতিফলিত হচ্ছে না। এটির চুক্তি হওয়ার পর থেকে কর্মীদের কাছ থেকে অনেক তথ্যই গোপন করেছে গুগল। ’         সূত্র : টেক ক্রাঞ্চ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments