Thursday, March 28, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইসরাইলের সঙ্গে একই সামরিক মহড়ায় পাকিস্তান!

ইসরাইলের সঙ্গে একই সামরিক মহড়ায় পাকিস্তান!

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৬০টি দেশের নৌবাহিনী আরব উপসাগরে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াটিতে রয়েছে পাকিস্তান, ওমান, ইয়েমেন ও সৌদি আরবের মত মুসলিম রাষ্ট্রগুলো।

আর এ মহড়ায় অংশ নিয়েছে ইহুদি রাষ্ট্র ইসরাইলও। যাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই পাকিস্তান, সৌদি আরব, ওমান ও ইয়েমেনের। খবর টিআরটি ওয়ার্ল্ড। 

এর আগে ইসরাইলের সঙ্গে কখনো সমূদ্রে কোনো সামরিক মহড়ায় অংশ নেয়নি পাকিস্তান। কিন্তু এবার তারা ইসরাইলের সেনাদের সঙ্গে পাশাপাশি মহড়া দিচ্ছে। 

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, ১৮ দিনের এ মহড়ায় ৬০ দেশের ৫০টি নৌযান ও ৯ হাজার সৈন্য অংশ নিয়েছে। তাছাড়া রয়েছে ৮০টি ড্রোনও।

এমন সময়ে যুক্তরাষ্ট্র ৬০টি দেশকে নিয়ে মহড়া চালাচ্ছে যখন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিষয়টি নতুন করে সামনে এসেছে ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উত্তেজনা চলছে। 
 

এদিকে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান বাহিনীর একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল পাকিস্তান। যেখানে ছিল ইসরাইলের বিমান সেনারা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments