Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইলেকট্রিক ভ্যানে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগে অ্যামাজন

ইলেকট্রিক ভ্যানে ১ বিলিয়ন ইউরো বিনিয়োগে অ্যামাজন

পণ্য ডেলিভারি দেওয়ার জন্য ভ্যানকে ‘ইলেকট্রিক ভেহিকল’-এ পরিণত করতে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। ইউরোপজুড়ে হাজারখানেক চার্জিং ডকও তৈরি করবে তারা। অ্যামাজন জানিয়েছে, তাদের তিন হাজার ভ্যান ডেলিভারি দেওয়ার পরও কার্বন নিঃসরণের মাত্রা ছিল শূন্য। ২০২৫ সালের মধ্যে ইউরোপের রাস্তায় ১০ হাজার ইলেকট্রিক ভ্যান নামাতে চায় তারা।

বাসাবাড়িতে পণ্য পৌঁছে দেওয়া এই ডেলিভারি ভ্যানগুলো ‘লাস্ট মাইল’ নামে পরিচিত। এ ছাড়া ইউরোপের ২০টি শহরে তারা স্থাপন করেছে ‘মাইক্রো মবিলিটি হাব’, যেখান থেকে কার্গো বাইকের মাধ্যমে বা হেঁটে পণ্য ডেলিভারি দেয় অ্যামাজন। ইউরোপের আরো ২০টি শহরে তারা একই প্রক্রিয়ায় পণ্য ডেলিভারি দিতে চায়। গত বছর তারা ১০ কোটি পণ্য ডেলিভারি দেয়।

শুধু অ্যামাজন নয়, ইউনাইটেড পার্সেল সার্ভিস ও ফেডএক্সও ইলেকট্রিক ভ্যানের মাধ্যমে পণ্য পৌঁছে দিতে চায়। তবে চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছে না ইলেকট্রিক্যাল ভেহিকল নির্মাতা কম্পানিগুলো।

 সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments