Thursday, April 18, 2024
spot_img
Homeজাতীয়ইভিএম যাচাই : বিএনপিসহ অংশ নেয়নি সমমনা ৫ দল

ইভিএম যাচাই : বিএনপিসহ অংশ নেয়নি সমমনা ৫ দল

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) যাচাইয়ের জন্য নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিতীয় দফায় ১৩ দলকে আমন্ত্রণ জানিয়েছে ইলেকশন কমিশন। তবে ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি বিএনপিসহ ৫ রাজনৈতিক দল। 
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

ইভিএম যাচাইয়ের প্রথম সভায় ১৩ দলকে আমন্ত্রণ জানানো হলেও ১০ টি রাজনৈতিক দল অংশ নেয়। তাদের মধ্যে ৯টি দল ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেয়। এছাড়া গত সভায় কোনো দলই টেকনিক্যাল পার্সন ছাড়াই ইভিএম যাচাই-বাছাই করতে আসে। তবে আজকে উপস্থিত কয়েকটি দলের সাথে টেকনিক্যাল পার্সন র‍য়েছে বলে জানিয়েছে দলগুলোর প্রতিনিধিরা।

আজকের সভায় অংশগ্রহণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

অন্যদিকে অংশগ্রহণ করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments