Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইনস্টাগ্রামকে ৪০ কোটি ডলার জরিমানা আয়ারল্যান্ডের

ইনস্টাগ্রামকে ৪০ কোটি ডলার জরিমানা আয়ারল্যান্ডের

ইনস্টাগ্রাম থেকে কিশোর বয়সীদের তথ্য নেওয়ার অভিযোগে আয়ারল্যান্ডের নীতিনির্ধারকরা ফটো শেয়ারিং অ্যাপটিকে ৪০ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছে। আয়ারল্যান্ডের ডাটা প্রটেকশন কমিশনার (ডিপিসি) হেলেন ডিক্সন জানিয়েছেন, শুক্রবার জরিমানার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। আগামী সপ্তাহে এই সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে। ইনস্টাগ্রাম জানিয়েছে, এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আপিল করবে তারা।

২০২০ সালে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের ব্যাবসায়িক অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছিল ইনস্টাগ্রাম। এতে ব্যবহারকারীদের ফোন নম্বর, ই-মেইল আইডি নেওয়ার সুযোগ পায় ফটো শেয়ারিং প্ল্যাটফরমটি। এর জের ধরে তদন্ত শুরু করে আয়ারল্যান্ড। ইনস্টাগ্রাম জানিয়েছে, এক বছর আগে তারা ইনস্টাগ্রামের সেটিংসে পরিবর্তন এনেছে। নতুন ফিচারগুলো উন্মুক্ত করা হয়েছে কিশোর-কিশোরীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে। যেভাবে জরিমানার হিসাব-নিকাশ করা হয়েছে তাতে তাদের আপত্তি আছে। তথ্যের সুরক্ষা নিশ্চিত এবং বেসরকারি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী সংস্থা ডাটা প্রটেকশন কমিশন মেটা মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে আনা আরো কয়েকটি অভিযোগ নিয়ে তদন্ত করছে। সূত্র : গ্যাজেটস নাউ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments