Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিইতিহাসে প্রথম মহাকাশে খাবার ডেলিভারি পাঠালো উবার ইটস জাপান

ইতিহাসে প্রথম মহাকাশে খাবার ডেলিভারি পাঠালো উবার ইটস জাপান

এবার মহাকাশে খাবার ডেলিভারি পাঠালো উবার ইটস জাপান। সম্প্রতি কোম্পানিটি তাদের ডেলিভারি জোন মহাকাশ পর্যন্ত বিস্তৃত করেছে। এরপরই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের জন্য খাবার ডেলিভারি পাঠায় তারা। এরমধ্য দিয়েই প্রথম ফুড ডেলিভারি কোম্পানি হিসাবে মহাকাশে খাবার ডেলিভারি করে ইতিহাস গড়লো কোম্পানিটি। এ খবর দিয়েছে এনডিটিভি।
তবে মহাকাশে ডেলিভারি পাঠানোই একমাত্র চমকপ্রদ বিষয় নয়। এই ডেলিভারিটি নিয়ে গেছেন জাপানি বিলিনিয়র ইউসাকু মায়েজাওয়া। সাধারণ ডেলিভারি বয়ের পরিবর্তে তিনিই নভোচারীদের জন্য খাবার সরবরাহ করেছেন। উবার ইটস জাপানের টুইটার পেজ থেকে এরইমধ্যে এই ডেলিভারির একটি ভিডিও পোস্ট করা হয়েছে।এতে দেখা গেছে উবার ইটসের একটি ধুসর কাগজের ব্যাগে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে খাবার ডেলিভারি দিচ্ছেন ইউসাকু। তার থেকে খাবার বুঝে নিচ্ছেন স্টেশনের কমান্ডার অ্যান্টন স্কাপলেরভ। এ সময় ইউসাকু সাধারণ ডেলিভারি বয়দের মতোই শাদা টি শার্ট ও উবার ইটসের ক্যাপ পরা ছিলেন। ওই পোস্টে ডেলিভারি দেয়ার জন্য ইউসাকুকে ধন্যবাদও দেয় কোম্পানিটি।
জানা গেছে, ওই ডেলিভারিতে ছিল একাধিক জাপানি ‘রেডি টু ইট’ খাবার। এরমধ্যে ছিল চিকেন, অল্প আঁচে সিদ্ধ শুকরের মাংশ ও গরুর মাংশ। খাবার মহাকাশচারীদের হাতে পৌঁছে দেয়ার পর ইউসাকু বলেন, আমি আপনাদের জন্য মজার কিছু খাবার নিয়ে এসেছি। মহাকাশে প্রথম খাবার ডেলিভারি দেয়ার সুযোগ করে দেয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments