Friday, March 29, 2024
spot_img
Homeজাতীয়‘ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

‘ইউক্রেন থেকে বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের ফেরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আগ্রহীদের প্রত্যাবাসনের ব্যবস্থা নিচ্ছে সরকার। 

আজ (২৪ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পরই ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হয়ে গেছে। ইতোমধ্যেই অর্ধশত নিহতের খবর পাওয়া গেছে। এ অবস্থায় বিভিন্ন দেশ তাদের নাগরিকদের ইউক্রেন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে।  বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতও বিশেষ বিমান পাঠিয়ে তার নাগরিকদের ফেরাতে ব্যবস্থা নিয়েছে।

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই রয়েছেন শিক্ষার্থী। 

এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের কাছে যতটুকু খবর আছে, প্রায় ৫০০ জন বাংলাদেশি সেখানে অবস্থান করছেন। এরমধ্যে প্রায় ২৫০ জনকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের পোল্যান্ড মিশন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’

কীভাবে বাংলাদেশিদের প্রত্যাবাসন করা হবে- এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বাংলাদেশিদেরকে নিজস্ব ব্যবস্থায় আসতে হবে। পোল্যান্ডে বেশ কয়েকটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখান থেকে তাদেরকে বিশেষ বিমান পাঠিয়ে আনা যায় কি না, সেটি আমরা আলোচনা করছি।’

পোল্যান্ডের ভিসার বিষয়ে শাহরিয়ার বলেন, ‘ইতোমধ্যে আমরা পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যেসব বাংলাদেশি পোল্যান্ডে প্রবেশ করবেন, তাদের যেন অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হয়। এ কাজে সহায়তা করার জন্য ইতালি ও জার্মানির বাংলাদেশ দূতাবাস থেকে কূটনীতিকদের পোল্যান্ডে পাঠানো হয়েছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments