Friday, April 19, 2024
spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনকে সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনকে সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ গতকাল (শুক্রবার) রাশিয়া-২৪ টিভির এক সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে বলেছেন, ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহসহ উস্কানিমূলক আচরণ না-করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া।

তিনি বলেন, ইউক্রেন পরিস্থিতির সঙ্গে যুক্তরাষ্ট্র আর গভীরভাবে জড়িত হচ্ছে এবং এটা বিপজ্জনক প্রবণতা। রাশিয়া বার বার সতর্ক করে দিয়ে বলেছে, অস্ত্র সরবরাহসহ ইউক্রেনকে সরাসরি সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র সংঘর্ষের একটি সংশ্লিষ্ট পক্ষে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, রাশিয়া নিজের স্বার্থ রক্ষায় সক্ষম, বিশেষ করে সব সামরিক লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করবে মস্কো।

তিনি জোর দিয়ে বলেন, এখন যা ঘটছে তা খুবই বিপজ্জনক। আর তার সব দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে। সূত্র: গ্লোবাল টাইমস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments