Tuesday, April 16, 2024
spot_img
Homeসাহিত্যআমি সোনার বাংলা দেখতে চাই

আমি সোনার বাংলা দেখতে চাই

আমি স্মরণ করিয়ে দিতে এসেছি
১৯৭১ সালের ঘটনা,
যে ঘটনা বলা হয়নি।

রাজাকারদের কথা বলা হয়,
আল বদরদের কথা বলা হয়,
নকশাল বলেও যে একটি গ্রুপ ছিল,
তাদের কথা কিন্তু খুব একটা বলা হয় না।
এমনও পরিবার দেখেছি।
যেখানে কেউ মুক্তিযাদ্ধা, কেউ রাজাকার,
এবং কেউ নকশাল।

আমি হিন্দুদের দেশ ছাড়তে দেখেছি,
আমি পাক-বাহিনীদের গ্রামে গঞ্জে দেখেছি,
যারা ধর্ষণের শিকার হয়েছে,
আমি তাদের দেখেছি।

আমি বাবার পরিচয় ছাড়া,
সন্তানের জন্ম হতে দেখেছি।
আমি নিজ সন্তানকে রাস্তায় ফেলে যেতে দেখেছি।

আমি দেশের ধনীদের দেখেছি,
দেখেছি তারা কীভাবে দেশ ছেড়ে ভারতে আশ্রিত হয়েছে।

আমি দেশের অতি সাধারণ মানুষদের দেখেছি,
কীভাবে কচুরির তলে মাথা লুকিয়ে
পাকসেনাদের হত্যা করেছে।

আমি অনেককে লুটপাট করতে দেখেছি।
আমি যুদ্ধের ময়দানে যারা প্রাণ দিয়েছে,
তাদের লাশ দেখেছি।
আমি রাতারাতি শত্রুকে মিত্র হতে দেখেছি।
আমি জাতির পিতাকে দেখেছি,
আমি তার চেতনায় বড় হয়েছি।

আমি জাতির পিতার মর্মান্তিক মৃত্যুর কথা শুনেছি।
আমি জিয়াউর রহমানের খাল কাটা দেখেছি।
আমি তার মৃত্যুর কথা শুনেছি।

আমি এরশাদের স্বৈরচারিতা দেখেছি।

আমি খালেদা জিয়ার হাওয়া ভবন দেখেছি।
আমি নিরন্তর তেল মারা কুলাঙ্গারদের দেখেছি।

আমি শেখ হাসিনার শাসন দেখছি।

তবে আমি সোনার বাংলা দেখি নাই!

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments