Thursday, March 28, 2024
spot_img
Homeজাতীয়আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই: দোরাইস্বামী

আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই: দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই। তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন। আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। ভারতের বিদায়ী এই হাইকমিশনার বলেন, এটা রাজনীতি নিয়ে কথা বলার জায়গা নয়। আজ বাংলাদেশে আমার শেষ দিনে বলতে চাই, আমরা সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই। এ সময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments