Friday, March 29, 2024
spot_img
Homeসাহিত্যআব্দুল্লাহ জুবায়েরের একগুচ্ছ কবিতা

আব্দুল্লাহ জুবায়েরের একগুচ্ছ কবিতা

তোমার আমন্ত্রণ

যদি থাকো তুমি দূরে
তৃষ্ণা আরও বাড়ে
হৃদয়জুড়ে শূন্যতা
পূর্ণতা তোমায় ঘিরে

স্বপ্নের ডাকবাক্সে
পত্র তোমার নামে
জমিয়ে রাখা কথা
জমা আছে তাতে

নিমন্ত্রণের ভাষা সব
তোমার আমন্ত্রণে
দীর্ঘশ্বাস ছেড়ে বলে
ফিরেছি আপন নীড়ে।

****

তোমার ঘোরে

তুমি প্রাণভরে নিশ্বাস ছেড়ো,
আমি তোমার ঘ্রাণ শুকবো।

তুমি অপ্রয়োজনে কেঁদো,
আমি তোমার আঁখির জল স্পর্শে
স্নিগ্ধ শিশিরের অনুভূতি নেবো।

তুমি ইচ্ছের বাইরেও হেসো,
আমি পৃথিবীর সুন্দরতম দৃশ্য দেখবো।

তুমি নূপুর পায়ে হেঁটো,
আমি নৈঃসর্গিক শ্রুতিমধুর
ধ্বনি অনুধাবন করবো।

তুমি রূপকথার রানি হয়ে সেজো,
আমি স্বর্গের মৃত্তিকা খুঁজে পাবো।

তুমি অকারণে অভিমান করো,
আমি অভিমান ভাঙাতে
তোমায় ভালোবাসি বলবো।

****

নিখোঁজ সত্তা

সমাপ্তির পূর্বে অপ্রাপ্তির ভিড়ে নিজেকে হারিয়ে শান্তির খোঁজ।

গল্পের প্রারম্ভে যোগ-বিয়োগটা আত্মস্থ করলেও
হঠাৎই মধ্যাহ্নে এসে ফলাফল মেলাতে হিমশিম।

আত্মতৃপ্তির অভাবে স্বকর্মের প্রতি বিরাগ
দিশাহারা প্রশান্তির দেখা পেতে।

ভাবনার জগতে উত্তাল সামুদ্রিক ঢেউ, কপালে চিন্তার ভাঁজ।

কখনো প্রিয় নীড়ের সর্বক্ষণের সঙ্গীদ্বয়,
কখনো সমাজের দুষ্টু ব্যক্তিদের দৃষ্টি,
কখনো স্বইচ্ছাদের বিপরীতমুখী ভূমিকা,
কখনো বা কালো হৃদয়ের অধিকারী মানুষের কটুবাক্য।

জীবনের এক অন্তিম বেলায় অদৃশ্য অগ্নিতাপে পুড়ছে পবিত্র হৃদয়।

সমাপ্তির পূর্বে অপ্রাপ্তির ভিড়ে নিজেকে হারিয়ে
শান্তির খোঁজ যেন মানসিক রোগীর ন্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments