Saturday, April 20, 2024
spot_img
Homeখেলাধুলাআফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

আফ্রিদির রেকর্ড ছুঁলেন নাহিদুল

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদির রেকর্ড স্পর্শ করলেন নাহিদুল ইসলাম। মিতব্যয়ী বোলিংয়ে পাকিস্তানের সাবেক অধিনায়কের রেকর্ড ছুঁলেন বাংলাদেশি এই অফ স্পিনার। 

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে বরিশালের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৫ রান খরচ করে নাহিদুল শিকার করেন ৩ উইকেট। তিনি ওভারপ্রতি দিয়েছেন ১.২৫ রান। 

এর আগে ২০১৫ সালের বিপিএলে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়েছিলেন আফ্রিদিও। সেবার সিলেট সুপার স্টারসের হয়ে খেলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। 

বরিশাল সেই ম্যাচে গুটিয়ে গিয়েছিল মাত্র ৫৮ রানে। আফ্রিদি নিয়েছিলেন ২ উইকেট। ওই ম্যাচে আফ্রিদি এসেছিলেন ইনিংসে পঞ্চম বোলার হিসেবে।

তবে মঙ্গলবার নাহিদুলকে দিয়েই ইনিংস শুরু করিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথম ওভারেই আঘাত করেন নাহিদুল। স্লগ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন সৈকত আলী।

দ্বিতীয় ওভারে নাহিদুল ফেরান বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানকে। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন সাকিব, টাইমিং করতে পারেননি ঠিকঠাক। মিড-অন থেকে পেছনে ছুটে ভালো ক্যাচ নেন ইমরুল। সেই উইকেট নেওয়ার সময়ও কোনো রান দেননি নাহিদুল।

এরপর অবশ্য তাকে আক্রমণ থেকে সরিয়ে নেন ইমরুল। অষ্টম ওভারে ফিরতি স্পেলে ফেরেন নাহিদুল, এবার দেন ১ রান। নবম ওভারে নিজের চতুর্থ ওভার করতে এসে নাহিদুল পেয়ে যান আরেকটি ‘বড়’ উইকেট। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা ক্রিস গেইল নাগাল পাননি বলের, হন স্টাম্পিং। নিজের শেষ বলে নুরুলকে একটা সিঙ্গেল দেন নাহিদুল; তা না হলে টপকে যেতে পারতেন আফ্রিদিকেও।

৫৫ ম্যাচের ক্যারিয়ারে এটিই নাহিদুলের সেরা বোলিং ফিগার। এর আগে সেরা ছিল ১৫ রানে ৩ উইকেট। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments