Saturday, April 20, 2024
spot_img
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ১৮

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ১৮

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৩ জন। হেরাতের তালেবান প্রতিনিধির বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। 
খবরে জানানো হয়, শুক্রবারের নামাজ চলাকালীন মসজিদটিতে ওই বিস্ফোরণ ঘটে। এতে তালেবানপন্থী এক প্রভাবশালী ইসলামি চিন্তাবীদসহ মোট ১৮ বেসামরিক নিহত হয়েছেন। বিস্ফোরণের পর ঘটনার ছবি সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মসজিদের ভেতরে একাধিক মরদেহ দেখতে পাওয়া যায়। এখনও হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র হামিদুল্লাহ মোতাওয়াকেল বলেন, বিস্ফোরণে ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। শুক্রবারের নামাজ চলাকালীন গুজারগাহ মসজিদের মধ্যে এই বিস্ফোরণ হয়। এটি একটি আত্মঘাতী হামলা। ইসলামি চিন্তাবিদ মুজিব রহমান আনসারি এসময় মসজিদে ছিলেন।

তার হাত ধরে চুমু খাওয়ার সময় হামলাকারী বোমাটি বিস্ফোরণ ঘটায়। 
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুহাজিদ বলেন, ঘটনার সঙ্গে যুক্তদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আফগানিস্তানের একজন সাহসী ইসলামিক নেতা এতে ‘শহীদ’ হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments