Thursday, March 28, 2024
spot_img
Homeবিনোদনআন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন অনন্ত

আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন অনন্ত

শুরু থেকেই অনন্ত জলিল দাবি করে আসছিলেন ‘দিন: দ্য ডে’ নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি টাকা। তবে সিনেমাটির ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমজানিয়েছেন, চলচ্চিত্রটি নির্মাণ খরচ পাঁচ লাখ মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় যা গিয়ে দাঁড়ায় ৪ কোটি ৭৪ লক্ষ টাকায়। সেইসঙ্গে সিনেমাটির চুক্তিপত্রও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ ব্যাপারে অনন্তর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি কোনো কথা বলবেন না। এরইমধ্যে তিনি আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন। যা করার তিনিই করবেন। অনন্ত বলেন, এটা লোকাল কোনো আইনজীবীর কাজ না। এর জন্য আন্তর্জাতিক আইনজীবী দরকার। ইতোমধ্যেই নিয়োগ দিয়েছি। কাজ চলছে এই বিষয় নিয়ে।

আমরা এখন যে পদক্ষেপ নিচ্ছি পরে তা বিস্তারিত জানিয়ে দেব। অনন্ত জলিলের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয়বার মুখ খুললেন অতাশ জমজম। প্রথমবার তিনি অনন্তর বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দেন। সেসময় অনন্তও পাল্টা মামলা করবেন বলে জানান। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন-দ্য ডে’। সিনেমায় অনন্ত জলিল কমান্ডার ‘এজে’র ভূমিকায় অভিনয় করেছেন। তার সঙ্গে জুটি বেঁধেছেন বর্ষা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments