Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআইসিপিসির ঢাকা পর্বের বিজয়ী ঢাবি

আইসিপিসির ঢাকা পর্বের বিজয়ী ঢাবি

ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) ঢাকা অঞ্চল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটির ‘ডিইউ ক্রোনোস’ দল প্রতিযোগিতায় প্রথম, ঢাবির আরেক দল ‘ডিইউ নট রেডি ইয়েট’ দ্বিতীয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল ‘বুয়েট সম্মোহিত’ তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী দলগুলোর হাতে ইউএস-বাংলার সৌজন্যে ‘ঢাকা-দুবাই-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা এবং ঢাকা-ব্যাংকক-ঢাকা’ প্লেন টিকিট তুলে দেন তথ্য-প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ের পূর্ণ সহযোগিতা থাকলে খুব দ্রুত বাংলাদেশ তার প্রযুক্তি খাতের লক্ষ্য পূরণে সক্ষম হবে। দক্ষ মানবসম্পদ তৈরির দৌড়ে বাংলাদেশের আইসিটি খাত অনেক দূর এগিয়েছে। সহযোগিতামূলক মনোভাব থাকলে ভবিষ্যতে আরো ভালো কিছু হবে। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে গত শনিবার ৯২টি বিশ্ববিদ্যালয়ের ১৬২টি টিমের অংশগ্রহণে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগিতার প্রিলিমিনারি টেস্টে ১২৮ বিশ্ববিদ্যালয় থেকে মোট এক হাজার ৬৪৮টি দল অংশ নেয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments