Friday, March 29, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআইফোন উৎপাদন করতে চায় ভারতের টাটা গ্রুপ

আইফোন উৎপাদন করতে চায় ভারতের টাটা গ্রুপ

ভারতে আগে থেকেই আইফোন ১২, আইফোন ১৩, আইফোন এসই, আইফোন ১১-সহ আরো কিছু ফোন উৎপাদন করা হয়। চুক্তিভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকন, উইসট্রন ও পেগাট্রনের মাধ্যমে এসব ফোন উৎপাদন করে অ্যাপল। সরাসরি ভারতীয় কোনো কম্পানি এর আগে আইফোন উৎপাদন করেনি।

এবারই প্রথম স্মার্টফোন ব্যবসায় হাত দিতে যাচ্ছে টাটা গ্রুপ।

এ কারণে ভারতে আইফোন উৎপাদনের জন্য অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী উইসট্রনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে টাটা গ্রুপ। তাইওয়ানের এই সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হলে কারখানা স্থাপন করতে পারে টাটা গ্রুপ। সে ক্ষেত্রে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ভারতেই উৎপাদিত হতে পারে সদ্য উন্মোচিত আইফোন ১৪। চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমাতেই ভিন্ন দেশে উৎপাদনের কাজ সরিয়ে নিতে চাচ্ছে অ্যাপল। এখন পর্যন্ত আইফোন উৎপাদন ও সংযোজনের বেশির ভাগ কাজ চীনেই হচ্ছে।

 সূত্র : ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments