Friday, April 19, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিআইন পরিবর্তনের ঘোষণা সরকারের

আইন পরিবর্তনের ঘোষণা সরকারের

অস্ট্রেলিয়ায় সাইবার হামলা

অস্ট্রেলিয়ার সরকার সাইবার সিকিউরিটি আইনে পরিবর্তন আনতে যাচ্ছে। সাইবার সিকিউরিটি খাতে সরকারের ব্যয়ের কৌশল নির্ধারণ করা এবং সমন্বিতভাবে সাইবার হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আলাদা একটি সংস্থা চালু করতে যাচ্ছে তারা।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি বলেন, বর্তমানে যে সাইবার নিরাপত্তা আইন, সরকারি নীতিমালা আছে তা পর্যাপ্ত নয়। এই খাত খুব দ্রুত বদলে যাচ্ছে। অনেক বছর ধরেই অস্ট্রেলিয়া পেছনে পড়ে রয়েছে। সাইবার সিকিউরিটি বিষয়ক নতুন আইন জারি করা হবে আগামী বছর। তার আগে কিভাবে সরকারি সহায়তায় সাইবার সিকিউরিটি বাড়ানো যায়, সে ব্যাপারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মতামত নিতে চাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। গত সেপ্টেম্বর থেকে বারবার সাইবার হামলার শিকার হচ্ছে অস্ট্রেলিয়া।

 সূত্র : রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments